বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২০ অগাস্ট ২০১৫, ৩:১৪ অপরাহ্ন
শেয়ার

ভারত ছেড়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে জিম্বাবুয়ের চুক্তি


India-Zimbabweভারতের টেন অ্যাকশনের সঙ্গে অনেকদিনের চুক্তি ছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের। কিন্তু গেল মাসে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ও টেন স্পোর্টসের সঙ্গে বিবাদের সৃষ্টি হয়। সৃষ্ট সেই বিবাদের কারণে এক পর্যায়ে ভারত ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর বাতিল হয়ে যায়।

কিন্তু শেষ পর্যন্ত নানা চড়াউ-উৎরাই পেরিয়ে দ্বিতীয় সারির দল জিম্বাবুয়ে সফরে পাঠায় ভারত। তবে এই ঝামেলায় লাভের লাভ হয়েছে বাংলাদেশের। টেন অ্যাকশনকে বাদ দিয়ে বাংলাদেশি স্পোর্টস মার্কেটিং এজেন্সি ‘টোটাল স্পোর্টস এজেন্সি (টিএসএম)’ এর সাথে আট বছরের মার্কেটিং রাইটস ও সরাসরি টেলিভিশন সম্প্রচার চুক্তি করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উইলসন মানাসে বলেন, ‘এই চুক্তির আওতায় ২০২৩ সালের বিশ্বকাপ নাগাদ জিম্বাবুয়ে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটের ৫০ দিন নিশ্চিত রয়েছে।’