Search
Close this search box.
Search
Close this search box.

‘আমি একজন সাচ্চা মুসলমান’

image_155217.lotif siddiki1প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমি একজন সাচ্চা মুসলমান। আমার ইমানে এতটুকুও দুর্বলতা নেই।’

রোববার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিল বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

chardike-ad

লতিফ সিদ্দিকী বলেন, ‘যা প্রচার হয়েছে তা আমার নামে মিথ্যা প্রচার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে একটু বিলম্ব হলেও আমি অবগত হয়েছি যে, আমার নেতা চান না, আমি এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করি।’

প্রাক্তন এই মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য পদ এ দেশে কার কাছে কত মূল্যবান, আমি জানি না। আমার কাছে মূল্যবান হলো জনগণের ভালোবাসা। আমার কাছে মূল্যবান হচ্ছে নেতার আস্থা ও আনুগত্য। তাই আমি কমিশনকে বলেছি, আমি এই মামলা লড়তে চাই না। আমি ইতিমধ্যে অবগত হয়েছি, আমার সংসদ পদ রক্ষা করার জন্য আমি যেন আর বৃথা লড়াই না করি।’

তিনি বলেন, ‘আমি যেহেতু অনুগত, সেহেতু আমি কমিশনকে বলেছি, আজকের এই শুনানি মুলতবি করা হোক। আমি মাননীয় স্পিকার বরাবর আমার পদত্যাগপত্র জমা দেব। সংসদ সদস্যপদ নিয়ে লড়ার মতো দুর্বল মানসিকতা আমার নেই। আমি চাই এ দেশের কল্যাণ। আমি চাই শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ ও ন্যায় প্রতিষ্ঠা হোক। আইনের শাসন প্রতিষ্ঠা হোক। বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং অনাচারের রাজনীতি, খুনোখুনির রাজনীতি, বৈষম্যের রাজনীতি নির্মূল হোক।’