Search
Close this search box.
Search
Close this search box.

অবশেষে সমঝোতায় দুই কোরিয়া

koreaদফায় দফায় বৈঠকের পর অবশেষে দুদেশের সীমান্তে বিরাজমান উত্তেজনা কমানোর ব্যাপারে সম্মত হল উত্তর ও দক্ষিণ কোরিয়া। শনিবার থেকে কয়েক দফায় আলোচনার পর সোমবার গভীর রাতে সমঝোতায় পৌঁছায় দু’পক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলতি মাসে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সেনা আহত হওয়ার ঘটনায় পিয়ংইয়ং’র পক্ষ থেকে দুঃখ জানানোর পরই এ চুক্তি হয়।

chardike-ad

এক যৌথ বিবৃতিতে চুক্তির বিস্তারিত তুলে ধরা হয়। চুক্তিতে বলা হয়েছে, সীমান্তে লাউডস্পিকার দিয়ে প্রচারণা বন্ধ করবে দক্ষিণ কোরিয়া এবং যুদ্ধাবস্থার ইতি ঘটাবে উত্তর কোরিয়া। এ ছাড়া, ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনঃএকত্রীকরণের কাজ আগামী মাস থেকে শুরুর বিষয়েও দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে।

শনিবার সন্ধ্যায় দুই কোরিয়ার মধ্যে আলোচনা শুরু হয়। প্রচারণা বন্ধ করা না হলে সামরিক পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা অতিক্রম করার কিছু পরেই এ আলোচনা শুরু হয়।