Search
Close this search box.
Search
Close this search box.

‘দুই কোরিয়ার শান্তিপূর্ণ একীকরণ বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ’

korean-flagদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেউন হাই বলেছেন, দুই কোরিয়ার শান্তিপূর্ণ একীকরণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বুধবার ‘সিওল নিরাপত্তা সংলাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এসময় তিনি এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠানের মূল ভাষণে তিনি আরও বলেন, দুই কোরিয়া এক হ’লে উত্তর কোরিয়ার পরমাণু ও মানবাধিকার ইস্যুর সমাধান হবে এবং বিংশ শতাব্দের ঠাণ্ডাযুদ্ধের চূড়ান্ত অবসান ঘটবে। তিনি এসময় উত্তর কোরিয়াকে যথাযথ উন্নয়ন ও সংস্কারের পথে আসার আহ্বানও জানান।

chardike-ad

উল্লেখ্য, এই প্রথম ‘সিওল নিরাপত্তা সংলাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার একজন প্রেসিডেন্ট উপস্থিত থাকলেন। তিন দিনব্যাপী সংলাপে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানসহ ৩০টি দেশ ও ৪টি আন্তর্জাতিক সংস্থার আড়াই শতাধিক নিরাপত্তা কর্মকর্তা ও বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।