বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩১ অপরাহ্ন
শেয়ার

মক্কায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু


soudi-cranসৌদি আরবের মক্কায় মসজিদে হারামে ক্রেন ভেঙে বহু হতাহতের ঘটনার পর বাংলাদেশ হজযাত্রী এবং প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে বাংলাদেশের হজ অফিস ও বাংলাদেশ মিশন।

যেকোনো সহযোগিতার জন্য মক্কায় বাংলাদেশ হজ অফিস কনসাল মো. জহিরুল ইসলামের সঙ্গে +966(0)504321527 এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ফার্স্ট সেক্রেটারি (লেবার) আলতাফ হোসাইনের সঙ্গে +966(0) 534455716 নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

গত শুক্রবারের এই ঘটনায় আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশিদের সবাই আশঙ্কামুক্ত এবং তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।