Search
Close this search box.
Search
Close this search box.

উ. কোরিয়ার নতুন মিশন

north-koreaএবার নতুন মিশনে নেমেছে উত্তর কোরিয়া। দেশটির জাতীয় মহাকাশ উন্নয়ন প্রশাসন বা এনএডিএ জানিয়েছে, তারা একটি নতুন কৃত্রিম উপগ্রহ উন্নয়ন এবং উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এনএডিএ প্রধান বলেছেন, ‘সোনগুম কোরিয়া’র আওতায় ধারাবাহিক কৃত্রিম উপগ্রহ ছোঁড়া হবে এবং বিশ্ব তা প্রত্যক্ষ করবে। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় ও স্থান ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি। কৃত্রিম উপগ্রহ নিয়ে আর কোনো তথ্য দেন নি এনএডিএ প্রধান।

chardike-ad

রাষ্ট্রীয় ভূমিকা পালন এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে সেনাবাহিনীকে অগ্রাধিকার দেয়ার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নীতিকে ‘সোনগুম কোরিয়া’ বলা হয়।

অবশ্য ১০ অক্টোবর ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’র ক্ষমতা গ্রহণের ৭০তম বার্ষিকীতে এ কৃত্রিম উপগ্রহ ছোঁড়া হতে পারে বলে ব্যাপক জল্পনা চলছে। কক্ষপথে আরো কৃত্রিম উপগ্রহ ছোঁড়া হবে বলে মে মাসে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও এই খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরো এক ধাপ বৃদ্ধি পেল বলে মনে করছেন বিশ্লষকরা। সূত্র: কেসিএনএ