Search
Close this search box.
Search
Close this search box.

বিদেশী শ্রমিকদের সাথে বেতন বৈষম্যের শীর্ষে কোরিয়া

wage gapবিদেশী শ্রমিকদের চেয়ে কোরিয়ানরা দেড়গুণের বেশি বেতন পান। একজন বিদেশী শ্রমিক যেখানে ১৫ লাখ উওন বেতন পান একই কাজ করে একজন কোরিয়ান শ্রমিক বেতন পান ২৩লাখ ২৫হাজার উওন। গড়ে বিদেশী শ্রমিকদের চেয়ে কোরিয়ানরা ১.৫৫ শতাংশ বেশি পান। এই হার বিশ্বের উন্নত দেশগুলোর সংস্থা ওইসিডির সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি ওইসিডি’র বিদেশী শ্রমিকদের সাথে বেতন বৈষম্য নিয়ে একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। বেতন বৈষম্যের দিক দিয়ে কোরিয়ার পরেই অবস্থান ইতালি এবং স্পেনের। উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বৈষম্য আছে পোল্যান্ড, জাপান এবং অস্ট্রিয়ায়।

অদক্ষ কর্মী নিয়োগই বেতন বৈষম্যে মুল কারণ হিসেবে দেখছে কোরিয়ার লেবার ইনস্টিউট এর একজন গবেষক লি কিউ ইয়ং। তিনি বলেন ‘অন্যান্য উন্নত দেশগুলো শুধু দক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে। দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে কোরিয়াতেও খুব বেশি বৈষম্য দেখা যায় না। কিন্তু অদক্ষ কর্মীদের ক্ষেত্রে বেতনের ব্যবধান বেশি থাকে’।

chardike-ad