Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশী কর্মীদের জন্য সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগ

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশী বিশেষ করে ইপিএস কর্মীদের অনেকেই ঈদের নামাজ আদায়ের সুযোগ পাননা। ছুটির দিন ব্যতিত অন্যকোন দিন ঈদ হলেও সাধারণত কারখানা থেকে ছুটি পাওয়া যায়না। দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাংলাদেশ দূতাবাস প্রথমবারের মত কোরিয়ান মালিকদের উদ্দেশ্যে একটি অফিসিয়াল চিঠি প্রদান করেছে। চিঠিতে ঈদুল আযহার গুরুত্ব বর্ণনা করে বিশেষ ছুটি দেওয়া জন্য কারখানা মালিকদের প্রতি আহবান করা হয়েছে। বাংলাদেশী কর্মীরা চিঠিটি নিয়ে মালিকদের কাছে দিয়ে ছুটির আবেদন করতে পারবেন। তবে ছুটির এখতিয়ার সম্পূর্ণ মালিকদের হওয়ায় চাপ প্রয়োগ করার কোন সুযোগ নাই।

দূতাবাসের এমন উদ্যোগের প্রসংশা করে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকেই বিজ্ঞপ্তিটি শেয়ার করে দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

chardike-ad

embassy