Search
Close this search box.
Search
Close this search box.

মক্কায় হোটেলে আগুন, আহত ৪

Mokkaমক্কার একটি হোটেলে সোমবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ইয়েমেনের চার হজযাত্রী আহত হয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল আবদুল্লাহ আল-ওরাবি আল-হারথির বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সোমবার রাত ২ টা ৪৫ মিনিটে ১৫ তলাবিশিষ্ট হোটেলটির ১১ তলায় আগুন লাগে। এরপরই দ্রুত হোটেলটিতে থাকা ১ হাজার ৫০০ হজযাত্রীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। এসময় ইয়েমেনের চার হজযাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

chardike-ad

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুন নেভানোর পর হজযাত্রীদের হোটেলে পাঠানো হয়।

প্রসঙ্গত, মক্কায় মসজিদুল হারামের চতুর্থ তলায় ক্রেন ভেঙ্গে চলতি মাসে ১১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শতাধিক লোক।