Search
Close this search box.
Search
Close this search box.

৭০ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিলেন ‘বিশ্বের প্রবীণতম মা’

old-womenভারতের উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের বাসিন্দা ওমকারি পানোয়ারের কোনো বার্থ সার্টিফিকেট নেই | শুধু জানেন দেশ যখন স্বাধীন হয়েছিল তার বয়স ছিল ৯| সেই হিসেবে এখন তিনি ৭৭ বছর বয়সের বৃদ্ধা | সাত বছর আগেই বিশ্বরেকর্ড তৈরি করেছেন তিনি | হয়েছেন প্রবীণতম মা | ৭০ বছর বয়সে জন্ম দিয়েছেন যমজ সন্তানের | এর আগে এই রেকর্ড ছিল রোমানিয়ার আদ্রিয়ানা ইলিয়েস্কুর | ২০০৫-এ ৬৬ বছর বয়সে তিনি জন্ম দিয়েছিলেন সন্তানের |

এমন নয়‚ ওমকারি নিঃসন্তান | তার দুই মেয়ে | দেখেছেন পাঁচজন নাতিনাতনির মুখও | কিন্তু ভরভরন্ত সংসার নিয়েও শান্তি ছিল না ওমকারি এবং তার স্বামী চরণ সিং-র মনে | কারণ তাদের কোনো ছেলে নেই !

chardike-ad

পুত্রসন্তানের মুখ দেখতে মরিয়া হয়ে উঠলেন এই দম্পতি | অবসর নেয়া কৃষক চরণ সিং বেচে দিলেন গবাদি পশু | বন্ধক দিলেন জমি | ধার নিলেন ক্রেডিট কার্ডে |
দীর্ঘ চিকিৎসার পরে IVF উপায়ে অন্তঃসত্ত্বা হন ওমকারি | সিজারিয়ান পদ্ধতিতে জন্ম দেন এক পুত্র এবং এক কন্যার | এতদিনে মনে হল তার জীবন সার্থক | কারণ ছেলে তাঁ সংসারে প্রচুর পণের টাকা আনবে | সেইসঙ্গে ক্ষেতের কাজ করবে |

একই মত ওমকারির স্বামী চরণেরও | তিনি বলেছেন‚ পুত্রসন্তানের মুখ দেখতে বহু পুজো দিয়েছেন | দেবস্থানে মাথা ঠুকেছেন | সাধুসন্তকে দান করেছেন | এতদিনে সফল হয়েছে তাদের স্বপ্ন | এখন যতদিন পারবেন সন্তানদের দেখভাল করবেন | আর শান্তিতে চোখ বুজতে পারবেন | কারণ তারা মৃত্যুর পরে পুত্রের হাতে উৎসর্গীকৃত ‘জলদান’ পাবেন | তাদের অবর্তমানে বাতি পড়বে বংশে |

তাই‚ বিশ্বরেকর্ড তাদের কাছে তুচ্ছ | তারা বিভোর ছেলেকে নিয়ে | বৃদ্ধ-বৃদ্ধা এখন মন দিয়ে সন্তান প্রতিপালন করছেন | যে সন্তান তাদের নাতিনাতনিদের থেকেও বয়সে ছোট !