Search
Close this search box.
Search
Close this search box.

নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ

indian-tv-channelভারত অঘোষিতভাবে নেপালে পণ্য সরবরাহের ওপর অবরোধ আরোপ করার পাল্টা পদক্ষেপ হিসেবে কাঠমান্ড সরকার সে দেশে ৪২টি ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

নতুন সংবিধানের বিরুদ্ধে ভারতীয় বংশোদ্ভূতদের বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত কর্তৃপক্ষ নেপালে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে নেপালে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।

chardike-ad

এ প্রেক্ষাপটে মাওবাদী একটি দল নেপালে ভারতীয় সিনেমা ও টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে প্রচারণায় নামে।

নেপাল ক্যাবল টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি সুধির পারাজুলি বিবিসিকে বলেন, অনির্দিষ্টকাল পর্যন্ত নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ থাকবে।
তিনি বলেন, নেপালের সার্বভৌমত্ব নিয়ে অনধিকার চর্চা করছে ভারত।

এক কর্মী জানিয়েছেন, কাঠমান্ডুর একটি সিনেমা হলে ভারতীয় মুভি প্রদর্শিত হচ্ছিল। দুই দিন আগে তা বন্ধ করে দেয়া হয়েছে।