Search
Close this search box.
Search
Close this search box.

কারখানার পরিবেশের জন্য ১২ হাজার কোটি উওন বিনিয়োগ করবে এলজি

অনলাইন প্রতিবেদক, ১৪ মে, ২০১৩:

বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি ইলেক্ট্রনিকস জানিয়েছে যে তারা ২০১৫ সাল নাগাদ তাদের কারখানাগুলোর পরিবেশগত নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ১২ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনায় অগ্রাধিকারভিত্তিতে থাকছে রাসায়নিক পদার্থের অনিরাপদ নির্গমন প্রতিরোধ, অগ্নিনিরোধক ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের রাসায়নিক বিশেষজ্ঞের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

chardike-ad

20121126124159211গত বৃহস্পতিবার কোরিয়ার আরেক বৃহৎ প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্সের হ্যাসং কারখানার প্রধান চিপ প্ল্যান্ট লিক হয়ে অত্যধিক বিষাক্ত হাইড্রোফ্লুরিক এসিড নির্গত হওয়ার চারদিনের মাথায় এলজির পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা গ্রহণের ঘোষণা এলো। তিন মাসেরও কম সময়ে স্যামসাংয়ের ওই কারখানায় দ্বিতীয়বারের মতো মানবদেহের ফুসফুস, হাড় ও স্নায়ুতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর এই বিষাক্ত তরল লিক হবার ঘটনা ঘটে। এতে তিনজন শ্রমিক আহত হন।