নেপালের পাঁচ ফুটবলার গ্রেপ্তার

nepal-football২০০৮ সালে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে নেপালের জাতীয় দলের পাঁচ ফুটবলারকে গ্রেপ্তার করলো দেশটির পুলিশ। এরা হলেন অধিনায়ক সাগর থাপা, সন্দীপ রায়, রীতেশ থাপা, বিকাশ কিং ছেত্রী এবং অঞ্জন কেসি।

মেট্রোপলিটন পুলিশের এসএসপি সার্বেন্দ্র খানাল জানান, ‘প্লেয়ারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রাথমিক তদন্তের পর দেখা যায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় যে ম্যাচ গড়াপেটা হয়েছিল তার সঙ্গে এদের লিঙ্ক রয়েছে। জুয়াড়িদের সঙ্গে খেলোয়াড়দের গভীর যোগযোগ ছিল।’

তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের কোনও কর্মকর্তা এর সঙ্গে জড়িত আছেন কিনা তা এখনই বলা সম্ভব নয় বলে পুলিশ সুত্রে জানা গেছে।