securityআবারো বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়া। ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস গতকাল বুধবার এ নিরাপত্তা সতর্কতা জারি করে।

মুসলমানদের পবিত্র আশুরা ও হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে এ সতর্কবার্তা দিয়েছে দেশটি। এ ছাড়াও সতর্কবার্তায় আশুরা ও পূজার সময় দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। তা ছাড়াও ব্যক্তিগত নিরাপত্তার প্রতি সজাগ থেকে জনসমাগম স্থল পরিহার করে চলার জন্য কোরিয়ার নাগরিকদের পরামর্শ দেওয়া হয়।

chardike-ad

প্রসঙ্গত, হংকংয়ের পর এশিয়ার দ্বিতীয় কোনো দেশ বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করল। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশ বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করে। আর সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল।