সোমবার । জুন ১৬, ২০২৫ । ১২:১৬ পূর্বাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৬ অক্টোবর ২০১৫, ৯:১৯ পূর্বাহ্ন
শেয়ার

ইন্দোনেশিয়ায় বারে আগুন, নিহত ১৭


indonesiaইন্দোনেশিয়ায় একটি বারে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছে। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় আরো ৭২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। উত্তরাঞ্চরীয় সুলাওয়েসি প্রদেশে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় রাত ১টায় তিনতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানেই ওই বারটি অবস্থিত। সুলাওয়েসি দ্বীপের রাজধানী ডাউনটাউন মানাডোর বারটিতে ওই সময় শতাধিক লোক ছিল।

মানাডো শহরের প্রধান পুলিশ কর্মকর্তা রিও পারমানা জানিয়েছেন, ধোঁয়ার শ্বাসবন্ধ হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরা কেউ দগ্ধ হননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, আগুন লাগার পর অনেকেই জানালা ভেঙে নিচে লাফ দিয়েছে। এ ছাড়া ভবনটিতে একটি মাত্র দরজা থাকায় হুড়োহুড়ির কারণে অনেকে আহত হয়েছেন।

এদিকে বারে থাকা লোকজন অভিযোগ করেছেন, অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্ট পর অগ্নিনির্বাপক বাহিনী এসেছে। আগুন নেভাতে অগ্নিনির্বাপক বাহিনীর কয়েক ঘণ্টা সময় লেগে যায়।

সূত্র: গার্ডিয়ান।