Search
Close this search box.
Search
Close this search box.

কোন দেশে কত ট্যাক্স!

taxমাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছেন, সেই টাকার কোনও ভাগ দিতে কি মন সায় দেয়? তবু তো সরকারকে আয়কর দিতে হয়। কারণ, একটা দেশের অর্থনীতির অনেকটাই নির্ভর করে এই আয়করদাতাদের উপর।

বছরের শেষ হিসেবের খাতা খুলে যদি দেখেন, সরকারের ঘরে একটা মোটা অংশ চলে গেল, অথচ, যে স্বাচ্ছন্দ্য পরিবারকে দিতে চেয়ে, আর্থিক কারণে পেরে উঠলেন না, কষ্ট তো হবেই। কী করবেন? ট্যাক্স ফাঁকি দেবেন নাকি অন্য দেশে হাঁটা মারবেন?

chardike-ad

আয়কর নিয়ে হা-হুতাশ করার আগে একঝলক দেখে নিন, দেশটা যদি আমেরিকা, রাশিয়া, চীন কিংবা সৌদি আরব হতো, তা হলে প্রতি ১০ লাখ টাকায় কত % কর বাবদ দিতে হতো।

জাপানে আপনি ঘরে নিয়ে যেতে পারবেন ৪,৯১,৬০০ টাকা

আমেরিকায় আপনি ঘরে নিয়ে ফিরতে পারবেন ৬,০৪,০০০ টাকা

দেশটি যদি চীন হয়, আপনি কেটেকুটে হাতে পাবেন ৫,৫০,০০০ টাকা

আইভরি কোস্ট হলে সব কেটে হাতে পাবেন ৪,০০০০০ টাকা

ভারত হলে হাতে পাবেন ৬,৬০,১০০ টাকা

বুঝতেই পারছেন, আমেরিকা বা চায়নায় গিয়েও খুব খুশি হতে পারতেন না।

তবে, দেশটি রাশিয়া হলে আপনি ঘরে নিয়ে যেতে পারবেন ৮,৭০,০০০ টাকা

মঙ্গোলিয়া হলে হাতে পাবেন ৯,০০০০০ টাকা

বলতে পারেন, রাশিয়া বা মঙ্গোলিয়া হলে, মন্দের ভালো। যেখানে অন্য দেশে কয়েক লাখ কেটে নিচ্ছে, সেখানে এক লাখ টাকা গায়ে না-লাগারই কথা। তবে এক্ষুনি উল্লসিত হবেন না। আর একটু সবুর করুন।

আপনি কি জানেন সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমিরাতে কত ট্যাক্স দিতে হয়? শূন্য শতাংশ। হ্যাঁ, কিছুই দিতে হয় না। যা হাতে পাবেন, সেই টাকা নিয়েই নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবেন।

কী ভাবছেন তা হলে? এবার সৌদি আরবে গিয়ে পাকাপাকি ডেরা বাঁধবেন?