Search
Close this search box.
Search
Close this search box.

ওয়াশিংটনে হোটেল থেকে পুতিনের ঘনিষ্ঠ সহযোগির লাশ উদ্ধার

putin-lelinওয়াশিংটনের একটি হোটেল থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ সহযোগির লাশ উদ্ধার করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে তিনি বিপুল সম্পদের অধিকারী হন বলে অভিযোগ রয়েছে।

রাশিয়া ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এবিসি নিউজ টিভি নেটওয়ার্কের খবরে বলা হয়, রুশ সরকারের সাবেক মিডিয়া বিষয়ক প্রধান মিখাইল লেসিনের মৃত দেহ বৃহস্পতিবার ওয়াশিংটনের ডুপন্ট সার্কেল হোটেল থেকে উদ্ধার করা হয়।

chardike-ad

এদিকে ওয়াশিংটন পুলিশ লেসিনের মৃত্যুর খবর নিশ্চিত না করে বলেছে, তারা ওয়াশিংটনের একটি অভিজাত এলাকায় অবস্থিত একটি হোটেলে এক ব্যাক্তির মৃত্যুর বিষয় তদন্ত করে দেখছে।
এবিসি জানায়, লেসিনের বিরুদ্ধে রাশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করার অভিযোগ রয়েছে।

মার্কিন কর্মকর্তারা রাশিয়ান দূতাবাসকে লেসিনের মৃত্যুর খবর জানিয়েছে। উভয় দেশ মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।

রাশিয়ার সরকার সমর্থিত ইংরেজি ভাষার নিউজ নেটওয়ার্ক রাশিয়া টুডে সৃষ্টির কৃতিত্ব সম্পূর্ণ লেসিনের। তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত রাশিয়ার প্রেস, টেলিভিশন ও রেডিও বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপে সরকারের পক্ষে দায়িত্ব পালনকালে লেসিন বিপুল সম্পদের মালিক হন।