Search
Close this search box.
Search
Close this search box.

ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেল ব্রিটিশ বিমান

british-bimanব্রিটেনের টমসন এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান মিসরের পর্যটন নগরী শার্মুশ শেইখের দিকে যাওয়ার পথে অল্পের জন্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেয়েছে। বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিল। ঘটনাটি গত ২৩ আগস্টে ঘটলেও গতকাল (শুক্রবার) তা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পেরে পাইলট গতিপথ বদলে বিমানটিকে রক্ষা করেন। এ সময় ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে প্রায় এক হাজার ফুট বা ৩০৪ মিটার দূরে ছিল। বিমান নিরাপদে নামতে পারলেও যাত্রীদেরকে এ ভয়াবহ বিপদ থেকে রক্ষা পাওয়ার বিষয়টি জানানো হয় নি।

chardike-ad

এদিকে, গত ৩১ অক্টোবর শার্মুশ শেইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে সিনাই উপদ্বীপে রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পরই শার্মুশ শেইখগামী সব বিমান চলাচল বাতিল করে দেয় ব্রিটেন। নিরাপত্তা হুমকির কারণে বিমান চলাচল বাতিল করেছে বলে জানিয়েছে দেশটি।

এত দেরি করে ওই ঘটনা কেন প্রকাশ করা হলো কিংবা এ ঘটনার পরইপরই কেন শার্মুশ শেইখগামী সব বিমান চলাচল বাতিল করেনি ব্রিটিশ সরকার- খবরে তার কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
সূত্র : রেডিও তেহরান