এনটিভি অনলাইনকে মামুন মাহমুদ জানান, অনুষ্ঠানের মঞ্চের লাইট ঠিক করতে গিয়ে অস্থায়ী মঞ্চের সিলিং থেকে মেঝেতে পড়ে যান আলোকসজ্জার দায়িত্বে থাকা এক কর্মী। ওই কর্মীকে সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
এদিকে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৫টা ২০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত অনুষ্ঠানটি শুরু হয়নি।