Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়াকে পারমনাবিক বোমা নিরস্ত্রীকরণে একমত দক্ষিণ কোরিয়া চীন

অনলাইন প্রতিবেদক, ২৮ জুন ২০১৩, সিউল:

উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা নিরস্ত্রীকরণে একমত হয়েছে দক্ষিণ কোরিয়া এবং চীন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক বলছেন “কোরীয় উপদ্বীপের শান্তিরক্ষায় যেকোনভাবে উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা নিরস্ত্রীকরণ করতে হবে।” গতকাল বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এক বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

chardike-ad

PYH2013062800710034100_P2চারদিনের সফরে প্রেসিডেন্ট পার্ক এখন বেইজিং এ অবস্থান করছেন। গতকাল থেকেই দুই দেশের নেতৃবৃন্দ দুই দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যু নিয়ে বৈঠক করছেন। প্রেসিডেন্ট পার্কের সাথে চীনের প্রেসিডেন্ট জিনপিং এর বৈঠকে জিনপিং দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নে ছয়দেশীয় সংলাপের উপর জোর দিয়েছেন । দুই কোরিয়ায় শান্তি প্রতিষ্টার লক্ষ্যে ২০০৩ সালে ছয়টি দেশ নিয়ে সংলাপ শুরু হলেও ২০০৮ সালে তা বাতিল হয়ে যায়। দুই কোরিয়াসহ চীন, জাপান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই ছয়টি দেশের অন্তর্ভুক্ত।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কের এই ঐতিহাসিক সফরে উত্তর কোরিয়া ইস্যু এবং চীন-দক্ষিণ কোরিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে। সুত্রঃ ইউনহাপ।