Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের বিমান অপহরণের হুমকি দিয়েছে আইএস

air-indiaদিন কয়েক আগে রাশিয়ান বিমানে বোমা হামলা, প্যারিসে নাট্যশালা ও স্টেডিয়ামে ভয়াবহ হামলার পর এবার ভারতের দিকে নজর দিয়েছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সোমবার সংগঠনটি এয়ার ইন্ডিয়া বিমান অপহরণের হুমকি দিয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

ডেইলি নিউজ এন্ড এনালাইসিজ এর খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের একটি থানার কল সেন্টারে ফোন করে আইএসের নামে এই হুমকি দেওয়া হয়৷

chardike-ad

ফোন করে নিজেকে আইএস সদস্য দাবি করে একজন বলেন, আগামী ২৮ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণ করা হবে।

এদিকে এমন হুমকির পরে একটি ডাইরি করেছে মুম্বাই পুলিশ। প্রাথমিক তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়ছে পুলিশের পক্ষ থেকে।