Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়াতে শ্রমিকদের বেতন প্রতি ঘন্টায় ৫৭৯০ উওন করার দাবি

অনলাইন প্রতিবেদক, ৩০ জুন, ২০১৩:

দক্ষিণ কোরিয়ায় শ্রমিকদের প্রতি ঘন্টায় ন্যুনতম বেতন ৫৭৯০ উওন করার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। কোরিয়ার মজুরি কমিশন (মিনিমাম ওয়েজ কমিশন) জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরা ২০১৪ সাল থেকে শ্রমিকদের বেতন প্রতি ঘন্টায় ১৯.১ শতাংশ বৃদ্ধি করে ৫৭৯০ উওন করার দাবি অনড় রয়েছে ।

chardike-ad

130628_p03_minimumমজুরি কমিশন (মিনিমাম ওয়েজ কমিশন) এর সাথে মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলোর এক বৈঠকে এই দাবি জানানো হয়। অন্যদিকে মালিকপক্ষ ১ শতাংশ বৃদ্ধি করে ৪৯১০ উওন করার কথা বলছে। বর্তমানে কোরিয়ায় শ্রমিকদের বেতন প্রতি ঘন্টায় ন্যুনতম ৪৮৬০ উওন।

মজুরি কমিশন (মিনিমাম ওয়েজ কমিশন), মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলো ন্যুনতম বেতনের ব্যাপারে একমত হতে না পারায় বৈঠক স্থগিত করেছে। আগামী ৪ জুলাই পরবর্তী বৈঠকের দিন ধার্য্য করেছে মজুরি কমিশন।