Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার বঙ্গবাজার ‘নামদেমুন মার্কেট’

অনলাইন প্রতিবেদক, ৩০ জুন, ২০১৩:

কোরিয়ার সবচেয়ে বড় ট্রেডিশনাল মার্কেট নামদেমুন মার্কেট। ১৯৬৪ সালে সিউলে তৈরী হওয়া এই মার্কেটে প্রায় সব ধরণের পণ্যই সূলভমূল্যে পাওয়া যায়। বড়দের, ছোটদের কাপড়, জুতা, ইলেক্ট্রনিক্স, কোরিয়ার ঐতিহ্যবাহী জিনসেং, কোরিয়ার ট্রেডিশনাল আসবাবপত্রসহ সব ধরণের কেনাকাটা করা যাবে নামদেমুনে। নামদেমুন মার্কেটের অবস্থা অনেকটাই বাংলাদেশের বঙ্গবাজারের মত। অন্যান্য মার্কেটের চেয়ে কম দামে কোরিয়ান এবং বিদেশী পণ্য পাওয়া যায় এই মার্কেট। বিদেশী ভ্রমণকারীদের জন্য এই মার্কেট এখন সবচেয়ে আকর্ষনীয় মার্কেট হিসেবে বিবেচিত হয়।

chardike-ad
নামদেমুন মার্কেট
নামদেমুন মার্কেট

যেভাবে যাবেনঃ

সাবওয়েঃ
সাবওয়ে লাইন নাম্বার ৪ এর হোয়েহিয়ন স্টেশন (회현역) এ নেমে ৫ নাম্বার এক্সিটে নামলেই নামদেমুন মার্কেট।

বাসঃ
নীল বাসঃ ১০৩, ১০৪, ১০৫, ১০৮, ৫১, ১৫২, ১৬৩, ২৬১,২৬২, ২৬৩, ৩০০, ৩৭১, ৪০১, ৪০২, ৪০৬, ৫০০, ৫০১, ৫০৩, ৫০৪, ৬০৪, ৭০০, ৭০১, ৭০৪।
গ্রীন বাসঃ ০০১৩, ০০১৪, ০০১৫,০২১১, ৭০১৫।
হলুদ বাসঃ ০১, ০২।