Search
Close this search box.
Search
Close this search box.

মিশরে বোমা হামলায় নিহত ১৬

missorমিশরের কায়রোয় বোমা হামলায় নিহত হয়েছে ১৬ জন। আহত হয়েছে কমপক্ষে ছয়জন। শুক্রবার রাজধানী কায়রোর আগৌজা এলাকার একটি রেস্তরাঁয় এ হামলার ঘটনা ঘটে।

মিশরের কর্মকর্তাদের বরাত দিয়ে গার্ডিয়ানে বলা হয়েছে, আগৌজা এলাকার একটি রেস্তরাঁয় মলোটোভ ককটেল হামলায় ১৬ জন নিহত হয়েছে। হামলার পর দমবন্ধ হয়ে অথবা অগ্নিগদ্ধ হয়ে এদের সবার মৃত্যু হয়েছে। মলোটোভ ককটেল পেট্রোল বোমার মতোই বোমা। রেস্তোরাঁর বেজমেন্টে একটি নাইটক্লাবও ছিল। এ কারণে ওই রেস্তঁরার কোনো জরুরি বর্হিগমন পথ ছিল না।

chardike-ad

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, রেস্তোরাঁর এক চাকরিচ্যুত কর্মী হামলা চালিয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার পর একটি মোটরসাইকেলে করে ওই হামলাকারী পালিয়ে যায়।

২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের নেতা ও মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে সেনাবাহিনীকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে অসংখ্য বোমা হামলা হয়েছে। এতে এসব হামলার দায় উগ্রপন্থি সংগঠনগুলো স্বীকার করেছে।

এদিকে রেস্তোরাঁয় হামলার পর কায়রোজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।