north-koreaউত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে আলোচনা করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ আগামী ১০ ডিসেম্বর বৈঠকে বসবে। দ্বিতীয়বারের মতো এ ধরণের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন কূটনীতিকরা একথা জানিয়েছেন।

পিয়ংইয়ংয়ের অস্বস্তিকর মানবাধিকার রেকর্ড নিয়ে ব্রিটেন ও ফ্রান্সসহ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের নয়টি সদস্য দেশ আলোচনার আহবান জানানোর পর এ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়।

chardike-ad

জাতিসঙ্ঘে মার্কিন মিশনের মুখপাত্র হাগার চেমালি বলেন, ‘আমরা আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ডিপিআরকে’র মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বসতে আগ্রহী।’

উত্তর কোরিয়ার মিত্র দেশ চীনের বিরোধিতা সত্ত্বেও পিয়ংইয়ংয়ের মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে গত বছর নিরাপত্তা পরিষদ প্রথমবারের মতো বৈঠক করে।

চীন নিরাপত্তা পরিষদের এ বৈঠক বন্ধের চেষ্টা করলেও পরিষদের সংখ্যাগরিষ্ট সদস্য দেশ এ বৈঠকের পক্ষে অবস্থান নেয়ায় এটি অনুষ্ঠিত হয়।

উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে বৈঠকের জন্য এ বছরের আবেদন জানানো দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, চিলি, ফ্রান্স, জর্ডান, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে।