Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের অদ্ভুত যত আন্তর্জাতিক দিবস!

international-dayকত অদ্ভুত আর বিচিত্রভাবেই না বিশেষ বিশেষ দিনে আনন্দ উদযাপন করে মানুষ৷ কোনো কোনো দিন শ্রদ্ধাও জানানো হয় অন্যরকমভাবে৷ সবগুলো দিনই পেয়েছে ‘আন্তর্জাতিক দিবস’-এর মর্যাদা৷ আজ থাকছে সেরকম কিছু দিনের কথা৷

আন্তর্জাতিক জগিং প্যান্ট দিবস: প্যান্টের জন্য আবার বিশেষ দিন হয়? অস্ট্রিয়ার চার তরুণ নাকি একবার সারাদিন জগিং প্যান্ট পরে ছিলেন৷ বেশ ভালো লেগেছে তাঁদের৷ দিনটা খুব আরামে কেটেছে৷ তারপর ফেসবুকে জগিং প্যান্ট পরার জন্যও বিশেষ একটা দিন বেছে নেয়ার আহ্বান জানান তাঁরা৷ সেই ডাকে সাড়া দিয়েছিলেন ৪৭ হাজার মানুষ! ফলে একটা দিনও ধার্য করা হয়৷ এখন প্রতি বছরের ২০ জানুয়ারিকে পালন করা হয় আন্তর্জাতিক জগিং প্যান্ট দিবস হিসেবে৷

chardike-ad

ট্যুরিস্ট গাইড দিবস: বিশ্ব ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন (ডাব্লিউটিজিএ) ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ট্যুরিস্ট গাইড দিবস হিসেবে ঘোষণা করেছে৷ সেদিন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়৷ বাঙালিদের এই গর্বের দিনটিতেই কোথাও কোথাও আন্তর্জাতিক ট্যুরিস্ট দিবস উপলক্ষ্যে বিনা খরচে বেড়ানোর সুযোগও করে দেয় ডাব্লিউটিজিএ৷ এবার জার্মানির মিউনিখ শহরে গেলে অলিম্পিক মশালের সঙ্গে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন পর্যটকরা৷

শিশুদের বই দিবস: শিশুদের জন্য দারুণ একটা দিন৷ প্রতি বছর এপ্রিলের ২ তারিখ বিশ্বের অনেক দেশেই পালন করা হয় শিশুদের বই দিবস৷ সেদিনই জন্মেছিলেন ডেনমার্কের বিখ্যাত রূপকথা লেখক হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন৷ ফলে দিনটিতে তাঁর লেখা শিশুতোষ বই, ‘দ্য লিটল মারমেইড’-এর বিক্রি বেড়ে যায়৷ স্কুলে স্কুলে বাচ্চাদের পড়ানো হয় অনেক মজার মজার বই৷ শিশুদের জন্য লেখালেখির প্রতিযোগিতাও আয়োজন করা হয় অনেক জায়গায়৷

যত খুশি খাওয়ার দিন: স্লিম ফিগার নিয়ে বড় বেশি আদিখ্যেতা দেখা যায় সমাজে৷ মেরি ইভান্স ইয়ং অন্তত তা-ই মনে করেন৷ এই আদিখ্যেতার বিরুদ্ধে সোচ্চার হতেই ‘ডায়েট ব্রেকার’ কর্মসূচি নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি৷ তাঁর ডাকে প্রতি বছর ৫ মে কিছু মানুষ পেট পুরে খাচ্ছেন৷ আন্তর্জাতিক ‘নো ডায়েট’ দিবসে শুধু অতিরিক্ত ডায়েটিংয়েরই বিরোধীতা করা হয় না, খুব মুটিয়ে যাওয়া মানুষদের প্রতি সমাজের বাঁকা চোখটাকেও সোজা করার চেষ্টা করে৷

বন্ধুত্ব দিবস: ৩০ জুলাই৷ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস৷ ১৯৫৮ সালে প্যারাগুয়েতে প্রথম পালন করা হয় এই দিবসটি৷ সেই থেকে দক্ষিণ অ্যামেরিকার অনেক দেশেই দিবসটি উদযাপন করা হয়৷ ২০১১ সালে এক ঘোষণার মাধ্যমে দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেন জাতি সংঘের মহাসচিব বান কি-মুন৷

বিয়ার দিবস: স্টাউট, বুডভাইজার, কোরোনা, বেকস – বিখ্যাত বিয়ারের তালিকা করলে তালিকাটা খুব ছোট হবে না৷ বিশ্বে প্রায় ১২ হাজার রকমের বিয়ার আছে, এর মধ্যে পাঁচ হাজারই জার্মানিতে তৈরি৷ প্রতি বছর আগস্ট মাসের প্রথম শুক্রবারটাকে আলাদা রাখা হয়েছে বিয়ার পানের জন্য৷ হ্যাঁ, সেদিনটিই পেয়েছে আন্তর্জাতিক বিয়ার দিবসের স্বীকৃতি৷

জলদস্যুর মতো: ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে গেলে অনেক পার্টিতেই আপনি জলদস্যুর মতো কথা বলতে পারবেন, নাচতে পারবেন৷ কয়েকজন তরুণ প্রথমে এভাবে আনন্দ করেছিল এক বন্ধু সমাবেশে৷ সংবাদমাধ্যম লুফে নেয় বিষয়টি৷ সেই থেকে ১৯ সেপ্টেম্বর মানেই জলদস্যুদের মতো পার্টি করার দিন৷ বেশ কিছু দেশের আমুদে মানুষ পালন করেন দিনটি৷

গাড়িহীন দিন: সত্তরের দশকে তেল সংকট দেখা দেয়ায় সাবেক পশ্চিম জার্মানিতে বেশ কিছুদিন রোববার রাস্তায় কোনো গাড়ি চলতো না৷ গাড়িহীন দিনের এ ধারণা সাবেক পূর্ব জার্মানিও লুফে নিয়েছিল কয়েক বছর পর৷ ১৯৮১ সালের ২২ সেপ্টেম্বর সবাইকে গাড়ি ব্যবহার না করে পরিবেশ বান্ধব উপায়ে ঘোরাফেরা করার অনুরোধ জানায় পূর্ব জার্মান সরকার৷ জনগণ বেশ সাড়া দিয়েছিল সেই আহ্বানে৷ এখন আন্তর্জাতিক গাড়িহীন দিবসের মর্যাদা পেয়েছে ২২ সেপ্টেম্বর৷

সাবানের বুদবুদ দিবস: স্রেফ মজা করার জন্যই সাবানের ফেনার বুদবুদ ছড়ানোর আহ্বান জানানো হয়েছিল ফেসবুকে৷ যথারীতি সাড়া দিলেন অনেকে৷ শুরু হলো প্রতি ৫ অক্টোবরে ঘটা করে আকাশ সাবানের ফেনার বুদবুদে ঢেকে দেয়া৷ ইউরোপের বেশ কিছু দেশে পালিত হয় দিবসটি৷ ছবিতে পোল্যান্ডের দানজিগ শহরের একটি বিশাল বুদবুদ৷

বিশ্ব টয়লেট দিবস: বিশ্বের প্রায় আড়াই বিলিয়ন মানুষের টয়লেট, অর্থাৎ শৌচাগার ব্যবহার করার সামর্থ নেই৷ অনেকে আবার সচেতনতার অভাবের কারণেও শৌচাগার ব্যবহার করেন না৷ তাঁদের কথা ভেবেই ২০০১ সাল থেকে প্রতি বছরের ১৯ নভেম্বর পালন করা হয় বিশ্ব টয়লেট দিবস৷ উদ্দেশ্য – সবাইকে শৌচাগার ব্যবহার সম্পর্কে সচেতন করে তোলা৷ (ডয়চেভেলে)