Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত

মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপেছে দ. কোরিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে ৩.৫ মাত্রার ওই ভূমিকম্পটি স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে অনুভূত হয়। তবে এর ফলে তাৎক্ষনিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

iksan_map

chardike-ad

খোয়াংজুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়নহাপ নিউজ জানাচ্ছে, সিউলের ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইকসানে ভূমিকম্পটি আঘাত হানে। তবে সিউল এবং বুসানেও এ কম্পন অনুভূত হয়।

৫৮ বছর বয়সী এক ইকসান অধিবাসী ইয়নহাপ নিউজকে বলছিলেন তাঁর অভিজ্ঞতার কথা, “বাসার জানালাগুলো সাত থেকে দশ সেকেন্ড বেশ জোরে ঝাঁকুনি দিচ্ছিল আর শব্দ হচ্ছিল।”

প্রসঙ্গত, ২০১৫ সালে এটি কোরিয়ায় আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প। এর আগে আগস্টে জেজুর নিকটবর্তী এলাকায় ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।