Search
Close this search box.
Search
Close this search box.

২০১৬ সালে ৫৮ হাজার বিদেশী কর্মী নিবে কোরিয়া

Foreigners-in-Korea২০১৬ সালে ৫৮ হাজার বিদেশী কর্মী নিবে দক্ষিণ কোরিয়া। চলতি বছরে এই সংখ্যা ছিল ৫৫হাজার।  কর্মীর চাহিদা বেড়ে যাওয়ায় আগামী বছর ৩ হাজার কর্মী বেশি নেওয়া হবে। কোরিয়ান সরকারের ফরেন লেবার পলিসি কমিটি এই ঘোষণা দেয়।

বর্তমানে ২লাখ ৭৭হাজার বিদেশী কর্মী ই-৯ ভিসা নিয়ে কোরিয়ায় কাজ করছে। ৪বছর ১০ মাস শেষে নিজ দেশে ফেরত গিয়ে অনেকেই আবার কোরিয়ায় কাজ করার সুযোগ পাচ্ছেন। ২০১৬ সালে ৫৮ হাজারের মধ্যে ৪৬হাজার নতুন কর্মী সুযোগ পাবেন এবং প্রায় ১২ হাজার ফেরত যাওয়া কর্মীদের মধ্য থেকে সুযোগ দেওয়া হবে।

chardike-ad

## বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র নতুন কমিটি গঠিত

## কোরিয়ায় কর্মস্থলে আহত হলে কি করবেন?

## ছুসকের ছুটিতে ঘুরে আসুন ‘ফ্রি’তে!

## ইপিএসের সমস্যার সমাধান ইপিএস কর্মীদের হাতেই

## কোরিয়ায় ইপিএসের কারণে অবৈধ কমেছে ৬৪ শতাংশ

## কোরিয়ায় বেতন, বোনাস এবং অবসর ভাতা সম্পর্কে জেনে নিন

## রোস্টারভুক্তদের অগ্রাধিকার ভিত্তিতে কোরিয়ার ভিসা দিন