Search
Close this search box.
Search
Close this search box.

জাপানে বাস উল্টে নিহত ১৪

japan accidentস্কি রিসর্টে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৪ জনের৷জখম ২৭৷ জাপানের বিখ্যাত রিসর্ট শহর কারুইজাওয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে৷ একটি পাহাড়ঘেষা একটি স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। ৪১ জন আরোহী নিয়ে বাসটি দেশটির রাজধানী টোকিও থেকে মধ্যাঞ্চলীয় নাগানোর একটি অবকাশ যাপন কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল।

শুক্রবার ভোরে বাসটি কারুইজাওয়া শহরের কাছে রাস্তা থেকে ছিটকে পড়ে। বাসটি ছিটকে উল্টো দিকে রাস্তার গ্রিল ভেঙে কয়েক মিটার পর্যন্ত নিচে গড়িয়ে যায়। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারণ রাস্তার উপর কোনো তুষার কিংবা বরফ ছিল না।

chardike-ad

জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন। এ ঘটনায় ২৭ জন আহত হয়েছেন। জাপানে শীতকালে স্কিসহ অন্যান্য খেলাধুলা বেশ জনপ্রিয়। এই সময় পাহাড়ি এলাকার অবকাশকেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনেকেই বাসকেই বেছে নেন। – সংবাদমাধ্যম