Search
Close this search box.
Search
Close this search box.

ঘুষের দায়ে কোরিয়ার সাবেক উচ্চপদস্থ প্রসিকিউটরের ৭ বছর জেল

অনলাইন প্রতিবেদক,১০ জুলাই ২০১৩:

senior_pro_200কোরিয়ার সাবেক একজন উচ্চপদস্থ সরকারী প্রসিকিউটরকে ৭ বছরের জেলের শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি ঘুষ বাবদ নেওয়া অর্থসহ ৪০ মিলিয়ন উওন জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট।

chardike-ad

৫২ বছর বয়সী সাবেক প্রসিকিউটর কিম খোয়াং জোন ‘সিউল হাই-প্রসিকিউটর’স অফিসে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে কয়েকজনের কাছ থেকে ৩৮০ মিলিয়ন উওন ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠে। তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে এই শাস্তি দেয়।

শাস্তির আদেশ দেওয়া বিচারক লি জং সক বলেন ‘কিমের কঠোর শাস্তি অনিবার্য ছিল। তার কারণে প্রসিকিউটরের উপর মানুষের যে আস্থা ছিল তাতে ফাটল ধরেছে’।