Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র দশ উপকমিটি গঠিত

bck-logoবছরব্যাপী বাংলাদেশ কমিউনিটির কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দশটি উপকমিটি গঠন করা হয়েছে। বার্ষিক কর্মসূচি জাতীয় দিবস উৎযাপন, বাংলাদেশ উৎসব পালন ছাড়া এইবছর ইপিএস কর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচিত পালন করবে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে)। গত ২০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে হাবিল উদ্দিনকে সভাপতি এবং সরওয়ার কামালকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য করে নতুন কমিটি গঠিত হয়। বছরের শুরুতে নতুন কমিটি ৩ জানুয়ারী ইথেউওনের হ্যামিলটন হোটেলে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে।

অর্থ বিষয়ক উপকমিটিঃ প্রধান- এম এন ইসলাম

chardike-ad

সদস্যঃ মনির হোসেন, আব্দুল খালেক, ছোটন আহমেদ, আবুবকর সিদ্দিক রানা।

অফিস বিষয়ক উপকমিটিঃ প্রধান- আব্দুর রহিম

সদস্যঃ ফেরদৌস আহমেদ খান, রাকিবুজ্জামান রাকিব, ইজাজুল হক, জিয়াউল হক।

সংস্কৃতি বিষয়ক উপকমিটিঃ প্রধান-ইমাম হোসেন লি

সদস্যঃ মিজানুর রহমান, কাজী সাইফুল করিম সুইট, আসাদুজ্জামান জুয়েল, আবু মুসা দিপু, কে এম আসাদুজ্জামান আসাদ।

সমাজসেবা উপকমিটিঃ প্রধান- শিমুল হাসান এক্সেল

সদস্যঃ এম জামান সজল, মনিরুজ্জামান মিলন, হারুন অর রশিদ, মেক্সিম চৌধুরী, মোহাম্মদ শাহীন, বাদল, ফেরদৌস টিটু।

প্রচার ও প্রকাশনা উপকমিটিঃ প্রধান- গোলাম হাফিজ

সদস্যঃ কামরুল হাসান, জুয়েল আহমেদ, ইব্রাহিম মাহাদি, ইউসুফ হোসেন।

ধর্মীয় বিষয়ক উপকমিটিঃ প্রধান-মো: আমির হোসেন মুরাদ

সদস্যঃ ডঃ সৌমিত্র কুন্ডু, এ কে এম জামান সরকার, আব্দুল হান্নান রিন্টু, সম্রাট আহমেদ রাজু, মাঞ্জুর এলাহী, নুর হোসেন।

ক্রীড়া বিষয়ক উপকমিটিঃ প্রধান-ফাইজ আহমেদ মুসলি্‌ম

সদস্যঃ ইমন রহমান, হাসিবুল কবির হাসিব, নাজমুল ইসলাম বাকী, মাসুদ লি, জুবলি জিয়া, রাফিজ রনি, জিয়াউল হক।

শিক্ষা ও উন্নয়ন বিষয়ক উপকমিটিঃ প্রধান-ডঃ হুমায়ুন কবির

সদস্যঃ মোহাম্মদ আল আমিন, ডঃ মোহাম্মদ জামাল উদ্দিন, আজমীর হোসেন, মোহাম্মদ ইব্রাহিম।

ইপিএস উন্নয়ন বিষয়ক উপকমিটিঃ প্রধান-আবুবকর সিদ্দিক রানা

সদস্যঃ ফেরদৌস টিটু, জুয়েল আহমেদ, ইব্রাহিম মাহাদি, ইউসুফ হোসেন, রাফিজ রনি, আজমীর হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, ইজাজুল হক, জিয়াউল হক, নুর হোসেন।

ব্যবসা উন্নয়ন বিষয়ক উপকমিটিঃ প্রধান-এম জামান সজল

সদস্যঃ আবুবকর সিদ্দিক রানা, এম এন ইসলাম, ছোটন আহমেদ, শিমুল হাসান এক্সেল, আসাদুজ্জামান জুয়েল, মিজানুর রহমান, ফাইজ আহমেদ মুসলি্‌ম এবং হারুন অর রশিদ।