Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে দ্বিতীয় জনপ্রিয় নেতা মোদি

modi-facebookপ্রায় দুই বছরের ক্ষমতার মেয়াদে আরেকটি স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতার তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

জনসংযোগ (পিআর) প্রতিষ্ঠান বুরসন মার্সটেলারের এক গবেষণা অনুযায়ী, নরেন্দ্র মোদির ব্যক্তিগত পেজের ভক্তের সংখ্যা ৩১ মিলিয়নেরও বেশি। এছাড়া সরকারি পেজের ভক্তের সংখ্যা ১০.১ মিলিয়ন।

chardike-ad

ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে সবচেয়ে বেশি জনপ্রিয় বিশ্বনেতার তালিকায় প্রথম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ফেসবুক পেজের ভক্তের সংখ্যা ৪৬ মিলিয়নেরও বেশি।

গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পোস্ট, লাইক, কমেন্টস ও শেয়ারের দিক দিয়েও ওবামাকে ছাড়িয়ে গেছেন মোদি।

২০১৫ সালে মোদির ফেসবুক পেজে মিথস্ক্রিয়ার সংখ্যা ছিল ২০০ মিলিয়নের বেশি। যা বারাক ওবামার চেয়ে পাঁচ গুণ বেশি।