Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় গাড়ির সংখ্যা প্রায় ২ কোটি

অনলাইন প্রতিবেদক, ১১ জুলাই ২০১৩:

কোরিয়ায় গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছেই। জুন পর্যন্ত সরকারীভাবে নিবন্ধিত গাড়ির সংখ্যা প্রায় ২ কোটির কাছাকাছি বলে জানা গেছে সরকারী তথ্যসূত্রে।

chardike-ad

কোরিয়ার ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুনের শেষদিন পর্যন্ত নিবন্ধিত গাড়ির সংখ্যা ১ কোটি ৯১ লাখ ৬০ হাজার ৩৩৭টি। ৬ মাসের মধ্যে গাড়ি নিবন্ধনের হার বেড়েছে ১.৫ শতাংশ।

krমন্ত্রণালয় জানিয়েছে বছর শেষে নিবন্ধিত গাড়ির সংখ্যা ১ কোটি ৯৫ লাখ হবে বলে ধারণা করা হলেও ধারণার চেয়ে অনেক বেশি গাড়ি নিবন্ধিত হওয়ায় কয়েকমাসের মধ্যে তা ২ কোটি অতিক্রম করবে। ২০১৩ সালের প্রথম ছয়মাসে ৮ লাখ ৩ হাজার ৯৮৬ টি গাড়ি নিবন্ধিত হয় যার মধ্যে ৫ লাখ ১৪ হাজার ৩৩৫টিই কারগাড়ি।

গাড়ি বিক্রির সংখ্যা বাড়লেও কোরিয়ায় তৈরী গাড়ি কেনার পরিমাণ কমেছে এবং আমদানীকৃত গাড়ির কেনার পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১৩ সালের প্রথম ছয়মাসে কোরিয়ান গাড়ির কেনার পরিমাণ কমেছে ২.৭ শতাংশ এবং আমদানীকৃত গাড়ি কেনা বেড়েছে ১৯.৭ শতাংশ।