উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী ঠেকাতে চীনকে পাশে চায় যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে আলোচনা করতে বেইজিংয়ে চীনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এমন সময়ে চীন সফরে যাচ্ছেন কেরি, যার কিছুদিন আগেই হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। খবর বিবিসি।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় চীন পৌঁছেছেন জন কেরি। বৈঠককে সামনে রেখে এক মন্তব্যে তিনি বলেছেন, পিয়ংইয়ং ‘বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বিশাল ঝুঁকি।’ মার্কিন একটি সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক কার্যকলাপ বন্ধে চীনকে পদক্ষেপ নেয়ার আনুষ্ঠানিক আহ্বান জানাবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। চলমান সফরে লাওস ও কম্বোডিয়াও সফর করেছেন কেরি। সেখানে এক বক্তব্যে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি’র সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তার মতে, এর মাধ্যমে ‘সামনে এগোনোর একটি উপায়’ পাওয়া যাবে।
চীন, উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র। তবে সাম্প্রতিক পরমাণু পরীক্ষার নিন্দা জানিয়েছে তারাও। বলা হচ্ছে, দক্ষিণ চীন সাগরে চীনের বিতর্কিত কর্মকাণ্ডের ব্যাপারেও আলোচনা করতে পারেন জন কেরি। এছাড়া দেশটিতে বর্তমানে সুশীল সমাজের রাজনৈতিক চর্চার ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ আরোপ প্রসঙ্গেও কথা বলবেন তিনি।