বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৭ জানুয়ারী ২০১৬, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

নেপালগামী দুই বিমানে বোমাতঙ্ক


bimanভারতের রাজধানী দিল্লি থেকে নেপালের কাঠমাণ্ডু যাওয়ার পথে দু’টি ভারতীয় বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে জেট এয়ারওয়েজের বিমানটিতে তখনো যাত্রী না উঠলেও এয়ার ইন্ডিয়ার বিমানটি রওনা দেয়ার জন্য তৈরি হচ্ছিলো।

বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টায় জেট এয়ারওয়েজের অফিসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে বিমান দু’টিতে বোমা থাকার কথা জানায়। তখনই বিমান দু’টির ফ্লাইট স্থগিত করা হয় এবং উড্ডয়নের জন্য তৈরি এয়ার ইন্ডিয়ার বিমানটিকে বিমানবন্দরের জনশূন্য একটি অংশে নিয়ে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।

দু’টি বিমানই বম্ব ডিসপোজাল স্কোয়াড ভালোভাবে পরীক্ষা করেছে। একটিতেও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি বলে জানিয়েছে তারা।