Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশিদের বাড়ল দ্বৈত নাগরিকত্বের সুযোগ

dualবাংলাদেশি নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্বের পরিসর সম্প্রসারিত করা হয়েছে। তবে সরকারি চাকরিতে থাকা ব্যক্তিরা এ সুযোগ নিতে পারবেন না।

সোমবার এ সংক্রান্ত বাংলাদেশ নাগরিকত্ব আইন, ২০১৬ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

chardike-ad

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়টি অনেক সম্প্রসারিত হয়েছে। আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই দুটি দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের সুযোগ ছিল। নতুন আইনে বলা হয়েছে, সার্কভুক্ত দেশ বা মিয়ানমার বা সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন দ্বারা নাগরিকত্ব গ্রহণে নিষিদ্ধঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে- এমন যেকোনো রাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন বাংলাদেশিরা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, তবে কেউ সুপ্রিম কোর্টের বিচারক, এমপি বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত বা শৃঙ্খলা বাহিনীতে বা প্রজাতন্ত্রের বেসামরিক পদে নিয়োজিত থাকাকালে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। খবরঃ নতুনবার্তা।