Search
Close this search box.
Search
Close this search box.

সাগরের ১৫ মিটার নিচে বিস্ময়কর জাদুঘর

Magic-Houseসাগরের তলদেশের ১৫ মিটার গভীরে জাদুঘর তৈরি করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোত উপকূলের কাছেই নির্মাণ করা হবে সাগরতলে ইউরোপের প্রথম জাদুঘরটি।

জাদুঘরের জন্য সাগরের নিচে ৩শ ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। এগুলো তৈরি করেছেন জেসন দ্য-কেয়ারস নামের এক শিল্পী।
লানযারোতের বাসিন্দাদের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মূর্তিগুলো। তাদের প্রতিদিনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে।

chardike-ad

তবে এই ভাস্কর্য তৈরিতে কোনো ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি। যেসব পদার্থ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে সেগুলো সাগরের পানি বা জীব বৈচিত্র্যের কোনও ক্ষতি করবে না। পানির নীচে এগুলো তিনশ বছর পর্যন্ত টিকবে বলে দাবি করছে জাদুঘর কর্তৃপক্ষ।

অভিনব এই যাদুঘর দেখতে হলে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাক পড়ে সাগরতলে নামতে হবে। আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছেই অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ। সারা বছরই লাখ লাখ পর্যটক আসা যাওয়া করে সেখানে। পর্যটকদের জন্য সাগর তলের এই জাদুঘরটি হবে এক নতুন আকর্ষণ। আর এতে করে ওই অঞ্চলে পর্যটকদের সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।