Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় পাঁচদিনের নববর্ষের ছুটি আজ শুরু

Korean-New-yearকোরিয়ায় আজ নববর্ষ পালন শুরু হয়েছে। আজ থেকে টানা পাঁচদিন নববর্ষের ছুটি উপভোগ করবে কোরিয়ার জনগণ। গতকাল থেকেই সিউল ছাড়া শুরু করেছে লাখ লাখ কোরিয়ান। বাসে, ট্রেনে, বিমানে এবং নিজেদের গাড়িতে চড়ে সিউল ছাড়ছেন যাত্রীরা। অনেকেই জ্যাম এড়াতে আজ এবং আগামীকাল রওয়ানা দিবেন।

মূলত চীনের রীতি অনুসরণ করে কোরিয়ানরাও এই নববর্ষ পালন করে থাকে। নববর্ষে প্রায় ৭০ শতাংশেরও বেশি মানুষ তাদের বাড়ির উদ্দেশে পাড়ি দিবে। কোরিয়ার ট্রান্সপোর্ট অথরিটি প্রচুর পরিমাণ অতিরিক্ত যানবাহন নামিয়েও যাত্রী পরিবহনে হিমশিম খাচ্ছে। যেখানে সিউল থেকে বুসান যেতে সময় লাগে ৪ থেকে ৫ ঘন্টা সেখানে ছুটির দিনগুলোতে ৯ ঘন্টা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

chardike-ad

নববর্ষ উপলক্ষে সর্বত্র ছুটির আমেজ থাকায় বাংলাদেশীরাও বিভিন্ন দর্শনীয় স্থানে কিংবা বন্ধুদের বাসায় ঘুরতে যাওয়ার মাধ্যমেই ৩ দিনের ছুটি কাজে লাগাচ্ছেন। কোরিয়াতে চুসক এবং নববর্ষ এই উৎসবে বড় ছুটি পাওয়া যায়।