বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৯ ফেব্রুয়ারী ২০১৬, ১১:৩৬ অপরাহ্ন
শেয়ার

কোরিয়া পর্যটকদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ


safety indexদক্ষিণ কোরিয়া পর্যটকদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ। দেশ এবং শহরগুলোর উপর বিশ্বের সবচেয়ে বড় ডাটাবেইজ ‘নামবিউ’ এই তথ্য প্রকাশ করে। প্রকাশিত তথ্যানুযায়ী, কোরিয়ার ইনডেক্স ৮৫.৬৯। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে সিংগাপুর এবং জাপান। সেরা দশের তালিকায় থাকা অন্যদেশগুলো হল হংকং, তাইওয়ান, জর্জিয়া, কাতার, আরব আমিরাত, অস্ট্রিয়া এবং এস্তোনিয়া।

কোরিয়ার তিন ধাপ উন্নতির ক্ষেত্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন এবং এই আইনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত বছর কোরিয়া চার নাম্বারে ছিল।