উত্তর কোরিয়ার ওপর ‘শক্ত ও কার্যকর’ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উতক্ষেপনের জের ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটিকে আরো কঠিন নিষেধাজ্ঞায় ফেলার কথা ভাবছে। খবর রয়টার্স।
গতকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে টেলিফোনে আলোচনা হয়। সেখানে তারা একমত হন যে, উত্তর কোরিয়াকে শাস্তি দিতে জাতিসংঘের বাইরেও নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সিউল প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্লু হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার রকেট উতক্ষেপন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে গোটা বিশ্ব জোটবদ্ধ। এর পরিপ্রেক্ষিতে দেশটির ওপর কঠোরতর নিষেধাজ্ঞা আরোপে কাজ করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।
এদিকে নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার রকেট ছোড়ার ঘটনায় চরম নিন্দা প্রকাশ করেছে। পাশাপাশি দেশটির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। অন্যদিকে চীনকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে কী ধরনের নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার ব্যাংকিং খাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোর করা হতে পারে।