রবিবার । জুন ১৫, ২০২৫ । ১১:৫৬ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৯ ফেব্রুয়ারী ২০১৬, ৯:১৫ অপরাহ্ন
শেয়ার

১৫ বছরে কোরিয়ায় বেকারের সংখ্যা দ্বিগুণ


graduate korean unemployedকোরিয়ায় বাড়ছে বিশ্ববিদ্যালয় পাশ করা তরুণ বেকারের সংখ্যা। স্ট্যাটিস্টিকস কোরিয়ার তথ্য অনুযায়ী,  ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নিয়েছে কিন্তু কোন চাকরি বা অর্থনৈতিক কর্মকান্ডে জডিত নন এমন তরুণের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৪লাখ ৪০হাজারে। ২০০০সালে অর্থাৎ ১৫বছর আগে বিশ্ববিদ্যালয় ডিগ্রীধারী বেকারের সংখ্যা ছিল ১৫লাখ ৯০হাজার।

ডিপ্লোমা পাশ করা তরুণদের চেয়ে ৪বছরের আন্ডারগ্রাজুয়েট পাশ করা তরুণদের মধ্যে বেকারের সংখ্যা বেশি। এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে বিশ্ববিদ্যালয় পাশ করা তরুণদের চাহিদা এবং চাকরিদাতাদের প্রদত্ত সুযোগ সুবিধার মধ্যে বিশাল পার্থক্য। অনেক সময় চাকরিদাতাদের অনেকেই বিশ্ববিদ্যালয় পাশ করা তরুণদের চেয়ে হাইস্কুল পাশ কিংবা ডিপ্লোমাধারী তরুণদের অগ্রাধিকার দেন।