Search
Close this search box.
Search
Close this search box.

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

North-South-Koreaআবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয় ও মার্কিন কর্মকর্মতারা এ তথ্য জানিয়েছেন।  তারা জানান, পূর্ব উপকূল থেকে সাগর লক্ষ্য করে এ মিসাইলটি ছোড়া হয়। সাগরের ৮০০ কিলোমিটার দূরে এটি পতিত হয়েছে। তার কিছুক্ষণ পরেই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানান মার্কিন প্রতিরক্ষা মুখপাত্র। খবর বিবিসি।

বৃহস্পতিবার নতুন করে উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবরোধ আরোপ করে জানান, যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেয়া হয়। অবম্য একপেশে অজুহাতে চীন এ অবরোধের বিরোধিতা করেছে।

chardike-ad

মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবেয়ারকে ১৫ বছরের সাজা শোনানোর পরপরই নতুন করে এ অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। অবরোধের পাল্টা অবস্থান হিসেবেই আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে মনে করা হচ্ছে।