সোমবার । জুন ২৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৯ মার্চ ২০১৬, ৬:১৫ অপরাহ্ন
শেয়ার

উ.কোরিয়ার ‘অগ্রহণযোগ্য’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা নিরাপত্তা পরিষদের


un secউত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার পিয়ংইয়ংয়ের কঠোর নিন্দা জানিয়েছে। জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘন করে আবারো এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে পরিষদ উত্তর কোরিয়াকে নির্দেশ দিয়েছে।

নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত এক বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়ার এসব উৎক্ষেপণ অগ্রহণযোগ্য এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’ পিয়ংইয়ংয়ের মিত্র দেশ চীনও এ বিবৃতির প্রতি সমর্থন জানায়।