শুক্রবার । জুলাই ১১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৫ মার্চ ২০১৬, ৩:১৮ অপরাহ্ন
শেয়ার

ফ্রান্সে ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১২ জনের প্রাণহানি


euফ্রান্সের মধ্যাঞ্চলে অ্যালিয়েরে বৃহস্পতিবার রাতে একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের প্রাণহানি হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন, মিনিবাসটি সুইজারল্যান্ড থেকে পর্তুগালে যাওয়ার পথে মধ্যরাতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, মিনিবাসে ১২ জন যাত্রীর সকলেই পর্তুগালের নাগরিক।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মিনিবাসের চালক ও ট্রাকের দুই ইতালীয় চালক এই দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন। তবে তারা আহত হয়েছেন।