Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশী প্রবাসীর মৃত্যুতে কোরিয়ায় শোকের ছায়া

roniকোরিয়ায় বাংলাদেশী প্রবাসী কামরুজ্জামান রনির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের মধ্যে। প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রনি  আজ কোরিয়ার স্থানীয় সময় ৩.৩৫ মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতিরিক্ত ঠান্ডা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রনি সুউনের সেইন্ট ভিনসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রনি ইপিএস কর্মী হিসেবে কোরিয়ায় আসার পর একই ফ্যাক্টরীতে নয় বছর যাবত কাজ করছিলেন। কমিটেট ওয়ার্কার হিসেবে স্বীকৃতি নিয়ে সুনামের সাথে কাজ করা রনির অকাল মৃত্যুতে কোরিয়ার বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ দূতাবাসসহ কমিউনিটিগুলো রনির খোঁজ খবর নিয়ে আসছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান আজ হাসপাতালে যান এবং বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে খোঁজ খবর নেন।

chardike-ad

উল্লেখ্য, রনির বাড়ি মানিকগঞ্জ সিংগাইর উপজেলায়। রনির স্ত্রী এবং ৮ মাসের মেয়ে বাংলাদেশে আছেন।