Search
Close this search box.
Search
Close this search box.

ইন্দোনেশীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

2016-06-02_3_488612ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃহস্পতিবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৫। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং সুনামিরও সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।

ওই নগরী থেকে এএফপির এক সাংবাদিক জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে পাদাংয়ের অনেক মানুষ ভূমিকম্পের আঘাতে ভোরে ঘুম থেকে উঠে পড়ে এবং তাড়াহুড়া করে তাদের ঘর থেকে বাইরে নিরাপদ স্থানে চলে যায়।

chardike-ad

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় ভোর ৫ টা ৫৬ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে।

সেখানে থাকা ওই সাংবাদিক জানান, ভূমিকম্পের পর বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়লেও এর কিছুক্ষণ পরেই তা পুনরায় চালু করা হয়। এতে লোকজনকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়নি।

ভূমিকম্পের কয়েক মিনিট পর পাদাংয়ের মেয়র রেডিওতে ঘোষণা দেন যে, এতে সুনামির কোন সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারের’ কাছে হওয়ার কারণে দেশটিতে প্রায় ভূমিকম্পের ঘটনা ঘটে।