Search
Close this search box.
Search
Close this search box.

বঙ্গবন্ধু হত্যায় জাসদকে দায়ী করা ইতিহাসসংগত নয়

download (13)বঙ্গবন্ধু হত্যার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) দায়ী করা ইতিহাসসংগত নয় বলে মন্তব্য করেছেন জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ কী ভুল করেছিল আর জাসদ কী ভুল করেছিল, তা ইতিহাসে লিপিবদ্ধ আছে।

আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

chardike-ad

গত ১৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, ‘জাসদ নামের একটা রাজনৈতিক সংগঠন করে। আর এখন আমাদের লেজুড়বৃত্তি। একজনকে মন্ত্রী দেওয়া হইছে। এই যে একটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিতে গিয়ে যদি একটা ভুল করে তার প্রায়শ্চিত্ত কিন্তু সারা জীবনই করতে হয়। জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর দেশে ফেরার আগেই এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা দেশটাকে আবার ছিন্নভিন্ন করার চেষ্টা করেছে। তারা ভণ্ড। তারা আপনার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলছে। তারা একশ ভাগ ভণ্ড।’

‘মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে এই জাসদ নামক বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে পরিচালিত করেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন কোনোদিনই একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হতে না পারে। এই বাংলাদেশের ইতিহাসের একটি অংশকে কিভাবে ষড়যন্ত্র করে একটা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রচেষ্টা হয়েছিল। এই প্রচেষ্টার অংশ হিসেবে যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ সৃষ্টি না করত তাহলে আজকের বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ হতো।’

সৈয়দ আশরাফের এ বক্তব্যের নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজ তথ্যমন্ত্রী বলেন, ‘সৈয়দ আশরাফের এ বক্তব্য অসম্মানজনক, অনভিপ্রেত ও দুখজনক। কে মন্ত্রী হবে, না হবে, তা প্রধানমন্ত্রী নির্ধারণ করেন। এখন ইতিহাস চর্চার সময় নয়, এখন জঙ্গি দমনের সময়।’

সৈয়দ আশরাফের বক্তব্য নিয়ে জাসদের নেতাকর্মীদের উত্তেজিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেন হাসানুল হক ইনু।