Search
Close this search box.
Search
Close this search box.

কোন চুক্তি ছাড়াই শেষ কেসং আলোচনা, ফের বসছে বুধবার

অনলাইন প্রতিবেদক, ১৬ জুলাই ২০১৩:

কোন চুক্তি ছাড়াই শেষ হয়েছে কেসংএ দুই কোরিয়ার আলোচনা। কোন অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ হলেও বুধবার আবারও আলোচনায় বসার ব্যাপারে একমত হয়েছে দুই পক্ষ। সিউল পিয়ংইয়ং এর কাছে ভবিষ্যতে কেসং শিল্প এলাকা বন্ধ না করার ব্যাপারে গ্যারান্টি চেয়েছে। অন্যদিকে পিয়ংইয়ং বলছে কোন শর্ত না দিয়ে কেসং পুনরায় চালুর আহবান জানিয়েছে।
20130715001138_0
দক্ষিণ কোরিয়ার ডেলিগেট প্রধান কিম কি উং জানিয়েছেন দুই পক্ষের মধ্যে চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তিনি আরো জানান সিউল পিয়ংইয়ং এর কাছে কেসংএ দক্ষিণ কোরিয়ার নাগরিক, বিনিয়োগ এবং সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে।

chardike-ad

দুই পক্ষের মধ্যে এখনো অগ্রগতি না হলেও আলোচনার পথ খোলা থাকায় বুধবারের আলোচনার দিকে তাকিয়ে আছেন দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা। অন্যদিকে উত্তর কোরিয়ার ডেলিগেশনও জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কেসং খুলে দিতে চায় উত্তর কোরিয়া।