Search
Close this search box.
Search
Close this search box.

ইরাকে মাজারে জঙ্গি হামলায় নিহত ৩০

2016-07-08_3_695726ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত শিয়াদের একটি মাজারে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ভয়াবহ হামলা চালিয়েছে। এতে ৩০ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমা হামলার মাত্র কয়েকদিন পর সর্বশেষ এই হামলাটি চালানো হল।
শুক্রবার এক নিরাপত্তা মুখপাত্র একথা জানান।
জয়েন্ট অপারেশনস কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, গতরাতে বালাদের সাইদ মোহাম্মদ মাজারে আত্মঘাতী বোমা, মর্টার ও বন্দুক হামলা চালানো হয়। এতে ৫০ জন আহত হয়েছে।
এর আগে বাগদাদের একটি বাজার এলাকায় রোববার ভোরে এক হামলায় ২৯২ জন প্রাণ হারায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মাজারটি বাগদাদের ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রথমে মাজারটিতে মর্টার হামলা চালানো হয়।
এরপর আত্মঘাতী বোমা হামলাকারীরা মাজারে প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটায় এবং অন্যান্য জঙ্গিরা নির্বিচারে গুলি চালায়।