Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েনের জবাব দেয়ার হুমকি উ. কোরিয়ার

160106235944_n_korea_flag_640x360_bbc_nocreditযুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে ঘোষণা দেয়ার পর উত্তর কোরিয়া এর ‘বাস্তব জবাব’ দেয়ার হুমকি দিয়েছে।
দি টার্মিনাল হাই অ্যালটিচুড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলায় এককভাবে কাজ করবে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘নির্মম প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আমাদের সেনা বাহিনী পিছপা হবে না।’
উল্লেখ্য, উত্তর কোরিয়া প্রায় নিয়মিতভাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের হুমকি দিয়ে থাকে।
চরম উত্তেজনার সময় স্বাভাবিকভাবেই উত্তর কোরিয়া এ ধরণের বাগাড়ম্বরপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে গত সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করে। পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের এ ধরণের পদক্ষেপকে ‘সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে।’
থাড মোতায়েনের ব্যাপারে ঘোষণা দেয়ার মাত্র একদিন পর উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে থাকা একটি সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার এ পরীক্ষা ব্যর্থ হয়েছে।
এদিকে কবে নাগাদ এ ব্যবস্থা মোতায়েন করা হবে তা এখন পর্যন্ত জানা যায়নি।